বাগেরহাটের রামাপালে সাইবার বুলিং প্রতিরোধ সচেতন মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে
রামপাল এক্টিভিস্টাদের ল উদ্যোগে রামপাল সরকারি কলেজের ছাত্র মিলনায়তনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন , রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল আলম, রামপাল ডিগ্ৰি কলেজের অধ্যাক্ষ সমীর কুমার,
রামপাল ডিগ্ৰি কলেজের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম,
সহকারী শিক্ষক মোঃ মোস্তফা কামাল পলাশ, প্রকল্প সমন্বয়কারী খন্দকার মুশফিকুল ইসলাম, রামপাল কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ও রামপালের এক্টিভিস্টার সদস্যরা।

বক্তবে বক্তার বলেন, অনলাইনে কাউকে হেয় করে পোস্ট দেয়া, কুরুচিপূর্ণ মন্তব্য, অযৌক্তিক বাগবিতণ্ডা, ব্যক্তিগত আক্রমণ এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কোথায় কী ধরনের মন্তব্য করতে হবে বেশিরভাগ ব্যবহারকারীই জানেন না। আবার সচরাচর দেখা যায় অনেক ফেক আইডি থেকে কুরুচিপূর্ণ পোস্ট ও মন্তব্য বেশি করা হয়। এ ধরনের হয়রানি থেকে শোবিজ জগতের তারকা, রাজনীতিবিদ, সাধারণ মানুষ কারোরই যেন রেহাই নেই। এ অবস্থা থেকে উত্তরণে চাই ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

পোস্টটি শেয়ার করুনঃ