কবি রাজীব আশরাফের মৃত্যুতে আয়োজিত হতে যাচ্ছে স্মরণসভা হোক কলরব। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্যালারিতে রাজীব আশরাফকে নিয়ে এ আয়োজনটি করতে যাচ্ছেন ঢাকার কবি শিল্পী সাহিত্যিকরা।

‘হোক কলরব’ শব্দবন্ধটি বিশ্বব্যাপী এক ছাত্র আন্দোলনের মুখে মুখে ফেরা স্লোগান। এ কবিতাটি থেকে গান করেছেন জনপ্রিয় সঙ্গিতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। জনপ্রিয় এ গানটি নাম থেকেই নিজেদের অধিকার আদায়ের স্লোগান বেছে নেয় বাংলাদেশ, ভারতসহ সারা বিশ্বের অরাজনৈতিক শিক্ষার্থিরা।

অনুষ্ঠানে রাজীব আশরাফকে নিয়ে স্মৃতিচারণ করবেন নুরুল আলম আতিক, টোকন ঠাকুর, প্রবর রিপন, সিনা হাসান, শোয়েব সর্বনামসহ তার বন্ধু ও পরিবারের সদস্যরা। পাঠ করা হবে রাজীব আশরাফের কবিতা।

শায়ান চৌধুরী অর্ণবের আয়োজনে সমবেত কন্ঠে হোক কলরব গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

পোস্টটি শেয়ার করুনঃ