রাত আটটার পর শিক্ষার্থীদের বিভিন্ন স্থানে আড্ডা বন্ধ,কিশোর গ্যাং ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে সাংবাদিকদের কার্যকর ভূমিকা রাখার বিষয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন । ৩০ জুলাই (রবিবার) বিকাল পাঁচটায় পুলিশ অফিস কনফারেন্স রুমে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উন্নয়ন-সম্ভাবনা ও সমস্যা সমাধানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার
জনাব উত্তম প্রসাদ পাঠক।

এসময় তিনি আরো বলেন,জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নের স্বার্থে মাদক, মোটরসাইকেল চুরি, ছিনতাই, ডাকাতি, অধিক রাত্রিতে শিক্ষার্থীদের বিভিন্ন স্থানে আড্ডা বন্ধ, কিশোর গ্যাং ও ইভটিজিংসহ অনলাইন গেম (জুয়া) এর মাধ্যমে যাতে কোন পরিবার ক্ষতিগ্রস্থের সম্মুখীন না হয় সে ব্যাপারেও সজাগ থাকার আশ্বাস দেন পুলিশ সুপার।

সর্বোপরি জেলার আইন-শৃংখলা উন্নয়নকল্পে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। উক্ত মতবিনিময় সভা শেষে সংবাদকর্মীদের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় উক্ত মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা ছাড়াও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুনঃ