প্রতি মুহূর্তে চারিদিকে এতো এতো
মৃত্যুর সংবাদ শুনি তবুও কষ্ট হয় না
কারণ মানুষ মরণশীল মরতেই হবে।

ইদানীং সবচেয়ে বেশি কষ্ট হয়
যখন মানুষের অমূল্য সম্পদ মনুষ্যত্বের মৃত্যু দেখি।

মানুষের ভেতরের মানুষ নির্বিচারে মরে যাচ্ছে, সীমাহীন লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, বিরামহীন ভাবে মানুষকে করে তুলছে অমানুষ।

নষ্ট হয়ে যাচ্ছে কত পরিবার
ভেঙে যাচ্ছে কত সংসার,
বিলীন হচ্ছে সামাজিক বন্ধন
মায়া মমতা ভালোবাসা।

মাঝে মধ্যে ভাবনার আকাশে প্রশ্ন জাগে কেনো এমন হচ্ছে?
একদিন এক চাচাকে জিজ্ঞেস করছিলাম, চাচা বলেন তো কেনো এমন হচ্ছে?

সেইদিন চাচা এক কথায় উত্তর দিয়েছিলেন মা,রে মানুষ নামে মানুষ
কিন্তু মানুষের মনুষ্যত্ব নেই,

মনুষ্যত্বের মৃত্যু হলে আর কিছু থাকে না,রে মা! এই দুনিয়ায় মানুষ আছে ঠিকই কিন্তু তাদের সেই মূল্যবান সম্পদ নেই।

 

কবি-ফারজানা করিম সুইটি

 

পোস্টটি শেয়ার করুনঃ