তোমার সব জেনে বুঝে
ভালোবেসেছি আমি
আমার ওতো অর্থের
প্রয়োজন নেই তো.
নেই অট্রালিকা, অলংকার
চেয়েছিলাম শুধু তোমাকেই।।

তোমার সহজ সরল মন
আমাকে মুগ্ধ করেছিলো
চাইনি তো বৃত্ত.
চেয়েছিলাম মর্যাদা ,সম্মান
আমার যা কিছু আছে
তোমাকে পরিপূর্ণ করতে..
আমি সব বিলিয়ে দিয়েছি
আমার কাছে আর কিছুই নেই।

পূর্ন শক্তি দিয়ে তোমাকে বেঁধেছি –
আমার ভালোবাসার ভিত্তি
বুঝি তোমার জানা নেই??
আমি অন্য কারো মত না,
যে তুমি থাকলে, কি না থাকলে-
তাতে কোন যায় আসে না ।

তুমি আমার অক্সিজেন
তাইতো সরে গেলে দম বন্ধ হয়ে যায়।।
আমাকে দূরে ঠেলে-
ভেবোনা তুমি জিতে গেছো ??
জিতেছি তো আমি
দেখোনা বার বার নির্লজ্জ
বেহায়া হয়ে তোমাকেই
সপি দিবারাত্রি
সয়নে স্বপনে তোমার ভাবনায়
ডুবে থাকি ।

আজ কাল আর ক্ষুধা লাগেনা
তৃষ্ণা ও বুঝি জল চায় না ।
প্রকৃতি পারে না আমাকে আনন্দিত করতে
পারেনা জীবন বাঁচাতে
অক্সিজেন বিলাতে ।

আমি পরগাছার মতো
পড়ে থাকি তোমার উপর,,,
বার বার ছিঁড়ে উপড়ে
ফেলছো মাটিতে ,দুমড়ে মুচড়ে ।
আবার ওখানেই প্রাণের অস্তিত্ব
জেগে উঠে ।

এভাবেই একদিন আর শিকড় গজাবে না
তাই আর জেগে উঠবে না নতুন প্রাণ।।

ফাতেমা ইয়াসমিন

পোস্টটি শেয়ার করুনঃ