বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ষাট গম্বুজ ইউনিয়ন মিলাতন কক্ষে এক্টিভিটারের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধনের নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, ষাট গম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, ষাট গম্বুজ ইউনিয়নে সচিব কিশোর কুমার পাল, টুরিস্ট পুলিশ পরিদর্শক নূর ইসলাম , একশান এইড প্রতিনিধি কাজি হালিমাতুল সাদিয়া, বাঁধনের কর্মকর্তা মুশফিকুল ইসলাম রিতু, সোহাগ আহমেদ ও এসময় অর্ধশতাধিক তরুণ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন ।

বক্তব্য বক্তারা বলেন, আমাদের সকালের আগে নিজেদের থেকে সচেতন হতে হবে সকালের আগে। আমারা জদি নিজে থেকে সচেতন নাগরিক না হতে পারি কখনো দেশ রাষ্ট্র বর্জ্য মুক্ত হবে না।

আলোচনা সভা শেষে বর্জ্য ব্যবস্থাপনায় ৯ সদস্যদের বিষয়ক নতুন কমিটি গঠন করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ