নাওয়া খাওয়া সব ছেড়ে যে করছে বেহাল দশা,,
কে আছে কে বুঝবে এসে তার মনেরও ভাষা।
রাত্রি নিদ্রা দিনের আরাম সব করে নিঃশেষ,
খাটছে মুখের হাসি দিয়ে ক্লান্তি নেই একরেশ।
করছে যাপন তিক্ত সময় একলা ঘরের কোণে,
কেউ দেখেনা বুঝতে চেয়ে কি চলে তার মনে!
সবাই দেখে মুখের ফোটা পদ্মরাগের ছায়া,
কেউ দেখেনা রিক্ত বেদন তার বুকে কার মায়া।
দিন অবধি ফুরায় না তার চাপের মধ্যে কাজ,
সব করে সে একমনে যে ভোর থেকে রাতমাঝ!
যে পরিমাণ দিচ্ছে সে আজ পূর্ণ পাবে ফসল,
একটু শুধু চাই বলিতে সে হবে খুব সফল।।
উপর থেকে আরশ আজীম দেবেন তোমায় ছায়া,
বুকভরা সুখ  পাবে তুমি জুড়বে হৃদয় কায়া।।।
লেখিকা : নূরশাত জাহান
পোস্টটি শেয়ার করুনঃ