আমি নারী, তাইতো পারি, স‌ইতে হাজার দুঃখ গ্লানি।
মরুর বুকে ফুলের সুবাস, যাই ছরিয়ে মিষ্টি আভাস।
যাই সয়ে সব কথার মানে,হোক মিছে তাও নেইনা কানে।
নিজের মতো বাঁচতে হবে, সমাজ শুধু ধরবে টেনে।
একটু হেঁসে বললে কথা, খুনসুটি হয় মিথ্যে রটা!
বলছে সে তো সুখেই আছে, করছে সে তো নাটক মিছে।
হায়রে নারীর জীবন এমন, হাসলে বলে স্বভাব কেমন!
কাঁদলে যেনো মায়ার ছলে, করবে দয়া সবাই বলে।
চাইনা নারীর এমন জীবন, যেথায় না পাই শুদ্ধ চরণ!
আমি নারী তাইতো পারি, করতে এমন জীবন বরণ।
নেই জীবনের একটা মানে, নাম যে নারীর হাজার নামে!
মা, ভগিনী, পরিণীতা- সব যেনো এক‌ সুতোয় গাঁথা।
লেখিকা : নূরশাত জাহান
পোস্টটি শেয়ার করুনঃ