বগুড়ার নন্দীগ্রামে প্রচণ্ড তাপদাহের মধ্যেই দিনভর বৃক্ষরোপন করেছে ছাত্রলীগ। বৃক্ষরোপনে স্থানীয়দের উৎসাহ দিতে প্রচার র‌্যালি করা হয়েছে।


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  বৃহস্পতিবার সকাল থেকে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ।

পৌর সদরে বৃক্ষরোপনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উম্মে মরিয়ম ও ছাত্রলীগ নেতা আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রলীগ নেতা আল জাহিদের নেতৃত্বে নেতাকর্মীরা বাসস্ট্যান্ডে জনসাধারণের মাঝে বৃক্ষ চারা বিতরণ করে।

এদিন বিকেলে বৃক্ষরোপনে স্থানীয়দের উৎসাহ দিতে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিবের নেতৃত্বে বৃক্ষ চারা হাতে পৌর শহরে প্রচার র‌্যালি করে নেতাকর্মীরা। পৃথক পৃথক আয়োজনে দিনভর সড়কর পাশে ও উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে বৃক্ষরোপন করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ