পুণ্ড্রনগর -ঢাবিস্থ শিবগঞ্জ উপজেলা পরিবার আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষা-২৪ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করা হয়।

শনিবার (১৫ জুন) শিবগঞ্জ উপজেলার শহীদ হাফিজার রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুণ্ড্রনগরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্ব ও পুণ্ড্রনগরের সেক্রেটারি হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন জনাব বেনজীর আহম্মদ, পরিচালক দূর্নীতি দমন কমিশন।

অতিথী হিসেবে ছিলেন জনাব আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তা,চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা পরিষদ, জনাব তাসনিমুজ্জামান সহকারী কমিশনার (ভূমি), জনাব তৌহিদুর রহমান মানিক,মেয়র, শিবগঞ্জ পৌরসভা, জনাব শাহিনুর রহমান, এসপিও জনতা ব্যাংক,জনাব জান্নাতি আক্তার টুম্পা,ভাইস চেয়ারম্যান (মহিলা) শিবগঞ্জ উপজেলা পরিষদ, জনাব হাশেমজ্জামান,হাবিবুল্লাহ সিদ্দিকী, আজাদুল ইসলাম, মাজেদুর রহমান,আবু ফয়সাল,জাহাঙ্গীর আলম,আনিসুর রহমান, ঈমাম আবু জাফর, শোয়াইব, শাহীদ আহমেদ রাহাত,আকবর আলী,প্রমুখ বক্তব্য রাখেন।এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।উপস্থিত বক্তারা শিবগঞ্জ উপজেলাকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থী বান্ধব কর্মসূচি কে উৎসাহ প্রদান করেন ও যেকোনো সমস্যায় পাশে থাকার আশাব্যক্ত করেন এবং তাদের ভবিষ্যত জীবনে মঙ্গল কামনা করেন।শিবগঞ্জ উপজেলার ৪৯০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ