ওজুর সময় পুরো মুখমণ্ডলে পানি পৌঁছানো ফরজ। মুখমণ্ডলের সীমানা হচ্ছে-এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত এবং মাথার চুলের (কপালের) সীমানা থেকে থুতনির নিচ পর্যন্ত। ওজুতে এই পুরো অংশে পানি পৌঁছানো আবশ্যক। সামান্য পরিমাণ শুকনো থাকলে ওজু হবে না।

 

অনেকে ওজুতে মুখ ধোয়ার সময় শক্ত করে চোখ বন্ধ রাখেন। এ সময় চোখের পাতায় বেশি চাপ পড়ার কারণে কখনো কখনো ভাঁজ সৃষ্টি হয়ে চোখের পাতার কিছু অংশে পানি পৌঁছে না কিংবা ওই অংশ শুকনো থেকে যায়। ফলে মুখমণ্ডলের পুরোটায় ওজুর পানি না পৌঁছানোয় ওজু পূর্ণাঙ্গ হয় না। তাই মুখমণ্ডল ধৌত করার সময় চোখ স্বাভাবিকভাবে বন্ধ রাখা উচিত। অবশ্য চোখের ভেতরের অংশে পানি পৌঁছানো জরুরি নয়। (ফাতাওয়া শামি : ১/৯৭; ফাতাওয়া আলমগিরি : ১/৪)

পোস্টটি শেয়ার করুনঃ