বলেছিলে এবার মেলায় ঘুরতে নিয়ে যাবে
রেশমী চুড়ি ফিতা টিপ কিনে দিবে,
চরকিতে পাশে বসে হাতে হাত রাখবে,
ভয়ে চোখ বন্ধ করলে কপালে চুমো এঁকে দিবে।

হাওয়াই মিঠাই দুই হাত ভরে এনে দিবে
মাটির ব্যাংক পিছনে লুকিয়ে রেখে চমকে দিবে।
আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে বলবে-শাসনের সুরে

আমি বায়না করে অস্থির করবো তোমাকে।।
সারদিন তপ্ত রোদে ছুটোছুটি তোমাকে রাগিয়ে বিরক্ত করে আমার শান্তি।

তোমার ঐ ভারি গলার বকুনি আমার কানে বাজবে,
আর আমি প্রশান্তির হাসি খিলখিলিয়ে হাসবো ।

তুমি বলবে -ও রে! দাঁড়া মজা দেখাচ্ছি।
আমাকে এক থাবায় ধরে ফেলবে গর্জে পালাবার পথ হবে বন্ধ

আমার শক্তি বিহীন শরীর তোমার কোলে ঢলে পড়বে ।
ধ্যাত কি এসব হলো- আর জ্বালাবো না তোমায়।
ছেড়ে দাও বলছি?

লেখিকা,

ফাতেমা ইয়াসমিন 
পোস্টটি শেয়ার করুনঃ