দরজা খোলা মনের পাড়া,
কোলাহলের রঙমহল।
একলা তবু শূণ্য কেমন,
দিনশেষে হয় মনের ঘরে।

যায় হারিয়ে রঙের মেলায়,
পথভোলা সেই পথের বাঁক।
অবাক চোখে তাকিয়ে থেকে,
দূরের স্মৃতি দিচ্ছে ডাক।

আর কি হবে সেই ইশারা,
যা গেছে সব মন ভুলে।
এখন শুধু বাঁচতে হবে,
যেভাবে যাক দিন চলে।

হাতছানি আর দেই না কভু,
মন পারেনা মানতে আর।
কষ্ট আছে সূতোয় গাঁথা,
চাইবো না আর সঙ্গ তার।

মন কখনো যায় যদি সেই,
হারিয়ে যাওয়া সাথীর পথে।
শক্ত করে ধরবো চেপে,
মনের কথা বুকে বেঁধে।

সব ভুলে যাই তবুও আমায়,
যায়না ছেড়ে স্মৃতির ব‌ই।
আবার যাবো সব ভুলে আজ,
একলা থাকার এই সময়।

লেখিকা, নূরশাত জাহান

পোস্টটি শেয়ার করুনঃ