পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের উদ্যেগে আলোচনা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সম্মেলন কক্ষে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর আলোচনা,পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রকিব হাসানের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নিয়ামুল করিম,শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক মিহির কান্তি প্রামানিক,মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাহিদ খান।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা করেন মোঃ ফয়জুল ইসলাম, সুপারিন্টেন্ডেন্ট,দামোদরপুর,কারামতিয়া দাখিল মাদরাসা,কালিগঞ্জ,ঝিনাইদহ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল ওয়াদুদ বিশ্বাস।

অনুষ্ঠান পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক দীন মোহাম্মদ চঞ্চল ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহাবুব আলম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক -শিক্ষিকা,ছাত্র -ছাত্রীবৃন্দ,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে হযরত মুহাম্মদ (সা:) এর জীবনী নিয়ে আলোকপাত করা হয়। এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিভিন্ন ধরনের ইসলামিক বই বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ