অভিনেত্রী লেজার এসথেটিকস বিশেষজ্ঞ সাচিনূর সাচীর
আগামীকাল বৃহস্পতিবার জন্মদিন। তবে সে ভাবে কোন আয়োজন রাখছেন না তিনি। 
আজ দুপুরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কিছুটা সময় কাটাবেন এই অভিনেত্রী ও লেজার এসথেটিকস বিশেষজ্ঞ । নিজ সার্মথ্য অনুযায়ী ছোট কিছু উপহার সামগ্রী তুলে দেবেন শিশুদের মাঝে। বলতে গেলে এটাই তার জন্ম দিনের মূল আয়োজন। ঘটা করে কোন অনুষ্ঠান থাকছে না। একান্ত পারিবারিক ভাবে কেটে যাবে তার জন্ম দিনের আয়োজন। মুলত পরিবারের সদস্যদেরকেই আজ তিনি সময় দিবেন।
পারিবারিক পরিসরেই পালন করবেন তার জন্ম দিনের উৎসব।
সাচি নূর সাচীর বড়ো পর্দায় আগমন চলচ্চিত্র পরিচালক কাজী আলমগীরের  মায়ের বদলা সিনেমার মধ্যে দিয়ে। মাঝে তার নিজস্ব ব্যাবসা প্রতিষ্ঠানের সময় দেওয়ার জন্য দীর্ঘ দিন বড়ো পর্দায় অভিনয় থেকেে নিজেকে বিরতিতে রাখলেও, মোহনা টেলিভিশন, বাংলা টিভি, মাই টিভির বিভিন্ন লাইভ ও রেকোর্ডকৃত অনুষ্ঠানে তাকে উপস্থাপনা করতে দেখা গেছে।
ভারতের বোম্বে, নয়া দিল্লী, কোলকাতায় বলিউড তারকা শিল্পা শেঠী, রিমি সেন, মধুমিতার নিকট থেকে বিভিন্ন মেকআপ এবং লেজার এসথেটিকস বিশেষজ্ঞ হিসেবে অর্জন করেছেন বেশ কয়েকটি আন্তজার্তিক সন্মাননা।
প্রায়াত, সুনামধন্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান এর শুরু করা স্বপ্নের রাজকুমার,চলচ্চিত্র নির্মান শেষের মধ্যে দিয়ে আবারো বড়ো পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
এ বিষয়ে সাচী বলেন, সোহান স্যারের স্মৃতিকে ধরে রাখতেই স্বপ্নের রাজকুমার নির্মান শেষ করেতে চাই” এই প্রতিবেদকের সাথে আলাপচারিতায় অবেগজড়িত কন্ঠে কথা গুলো বলছিলেন চলচ্চিত্র অভিনেত্রী সাচিনূর।
তিনি আরো বলেন, আমার যতো কষ্টই হোক, যতো পরিশ্রম হোক আমি প্রযোজনা প্রতিষ্ঠানকে অনুরোধ করে সোহানুর রহমান সোহান স্যারের সর্বশেষ মহরত করা ছবির স্যুটিং শেষ করে “স্বপ্নের রাজকুমার” মুক্তির চেষ্টা করবো। যদি বেঁচে থাকি তার এই শেষ স্বপ্ন আমি বাস্তবায়ন করবোই।
অপর দিকে এই ছবির কাহিনীকার ও চিত্রনাট্য নির্মাতা গুনী পরিচালক ছটকু আহমেদ এই প্রতিবেদককে বলেন, সোহানুর রহমান আমাকে দিয়ে ” স্বপ্নের রাজকুমার” চলচ্চিত্রের জন্য অসাধারণ একটি কাহিনী লিখিয়েছিলেন। চলচ্চিত্রের গল্পটি দর্শকদের মনে বিশেষ একটি স্থান দখল করে নিবে। আজকাল দর্শক গল্প নির্ভর ভালো চলচ্চিত্র আশা করেন। সেই বিষয় বিবেচনা করলে  স্বপ্নের রাজকুমার একটি অসাধারণ গল্প নির্ভর ছবি।
চলচ্চিত্রটি নির্মান শুরু ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তার সাথে কয়েকজনের সঙ্গে নতুন করে প্রাথমিক আলোচনা হয়েছে খুব দ্রুত আনুষ্ঠানিক ভাবে চলচ্চিত্রটি নির্মাণের বিষয়ে আলোচনায় বসবেন তারা।
ছটকু আহমেদ আরো বলেন, বেশকিছু জটিলতার কারণে চলচ্চিত্রটির নির্মান থমকে গিয়েছিলো। মান- অভিমান, সেসব অতীত ভুলে গিয়ে আমরা সোহানের অসমাপ্ত চলচ্চিত্রটির নির্মান কাজ শেষ করতে চাই।
উল্লেখ্য,অভিনয় উপস্থাপনার পাশাপাশি সাচি, কুইনি লিমিটেড এবং বিউট স্কিন কেয়ার এ্যান্ড কসমিটোলজি দুটি প্রতিষ্ঠানের সঙ্গে নিজের যুক্ত রেখেছেন।
পোস্টটি শেয়ার করুনঃ